রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীই হবেন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য, প্রস্তাব পাশ মন্ত্রীসভায়
রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীই হবেন সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। আগে থেকেই জানা গিয়েছিল রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে চায় রাজ্য। আর এবার মুখ্যমন্ত্রীকে আচার্য পদে রাখতে চায় রাজ্য এই নিয়ে প্রস্তাব পাশ হল মন্ত্রীসভায়।
বিধানসভায় এনিয়ে বিল আনতে চলেছে রাজ্য। রাজ্যপাল বিরোধিতা করলে আর্ডিন্যান্স জারি করা হতে পারে বলে সূত্রের খবর।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, 'রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।'
এরকম সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে শিক্ষাবিদদের থেকে। অনেকে মনে করেছেন এই পদক্ষেপে মুখ্যমন্ত্রী আরো বেশি সাহায্য করতে পারবেন আবার এও মনে করা হচ্ছে যে, যেহেতু মুখ্যমন্ত্রী অরাজনৈতিক ব্যক্তিত্ব নয় তাই এই পদে থাকলে বিশ্ববিদ্যালয়ের উপর নিয়ন্ত্রণের ঘটনাও ঘটতে পারবেন।
বিশ্ববিদ্যালয়গুলি (University) তাদের স্বাতন্ত্র্য হারাতে পারে পাশাপাশি শিক্ষায় স্বাতন্ত্র্য কিছু থাকবে না বলে মনে করা হছে। এইভাবে শিক্ষায় (Education) রাজনীতির প্রত্যক্ষ অনুপ্রবেশ ঘটবে। তাতে শিক্ষার সর্বনাশ হবে। এমনটাও মনে করছে শিক্ষাবিদরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊