Mamata Banerjee: কর্মসংস্থানের ওপর জোর, রাজ্যে সাইকেল হাব তৈরির ঘোষনা মমতার
প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের উপর যোগ দিলেন জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি রাজ্যের সাইকেলে আফসোস করে সাইকেল তৈরির কারখানার ঘোষণা দিলেন। মঙ্গলবারের মেদিনীপুর প্রশাসনিক সভা থেকে কর্মসংস্থানের একাধিক দিশা দেখালেন তিনি।
তার কথায় রাজ্যে অন্তত প্রতিটি পরিবারে একটি করে সাইকেল আছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছে জনগণ তারপরেও রাজ্যে একটা সাইকেল তৈরি কারখানা নেই তাই এদিন তিনি রাজ্যের সাইকেল তৈরির কারখানার ঘোষণা দিলেন। এদিন তিনি জানালেন, “এবার খড়গপুরের শিল্পপার্কে তৈরি হবে সাইকেল হাব।” সেখানে প্রচুর কর্মসংস্থান বলেও আশা তাঁর।
রাজ্যের তরফে কর্মসংস্থানের জন্য জেলায় জেলায় জব ফেয়ারের আয়োজন করা হচ্ছে। কিন্তু অভিযোগ উঠছে প্রতিশ্রুতি দিলেও চাকরি মিলছে না। এবার সচিবদের কড়া হাতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যাতে সুষ্ঠভাবে জব ফেয়ার সম্পন্ন করা যায়, তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি, ৫৬ জন প্রাক্তন মাওবাদীকে চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।
এদিনের প্রশাসনির বৈঠকে পাঁচজন শিল্পপতি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজনকে খড়গপুরের শিল্পপার্কে জমি দেওয়া হচ্ছে সাইকেল হাবের জন্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊