নিলুয়া কথাশিল্প আয়োজিত ষষ্ঠ কথা উৎসব অনুষ্ঠান শুরু হয়েছে কলকাতার উত্তরপাড়া গনভবনে
অরবিন্দ শর্মা:
কোলকাতা উত্তর পাড়া গণভবনে লিলুয়া কথাশিল্প আয়োজিত ষষ্ঠ কথা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ৩০শে এপ্রিল ও ৩রা মে।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা আবৃত্তি পরিষদের অধ্যক্ষ শিলাদিত্য রায়।
এরপর আবৃত্তির অনুষ্ঠান শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বিদ্রোহী কবিতার মধ্যে দিয়ে। উপস্থাপনা করেন কথাশিল্প র শিক্ষার্থীরা।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে থাকছে কবি রতনতনু ঘাটী,কবি অনির্বান ঘোষ,সুমন্ত্র সেনগুপ্ত বিশিষ্ট আবৃত্তি কার।রুম্পা ও আবিরের পরিমার্যনায় ও নির্দেশনায় অনুষ্ঠিত হয় রবির পাঁচালী ও ক্ষীরের পুতুল।
বিশিষ্ট আবৃত্তিকার শিলাদিত্য রায় জানান এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি। নিলুয়া কথাশিল্প তাদের স্বমহিমায় এগিয়ে যাক এই আশা রাখছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊