Jitendra Tiwari: অর্জুন সিংয়ের পথেই কি এবার জিতেন্দ্র তিওয়ারি? শোরগোল রাজ্য রাজনীতিতে

CE-AH
0

Jitendra Tiwari: অমিত শাহর বঙ্গ সফরের পর পরই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ট্যুইট ঘিরে শোরগোল

Jitendra Tiwari


অমিত শাহর বঙ্গ সফরের পর পরই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ট্যুইট ঘিরে শোরগোল। কদিন আগে টুইট করে জিতেন্দ্র তিওয়ারি লিখেছিলেন, সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার কারণেই আসানসোল লোকসভার উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। এবার অমিত শাহের সফরের পরপরই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ট্যুইট ঘিরে নয়া আলোড়ন। তবে কি অর্জুন সিংয়ের পথেই এবার জিতেন্দ্র তিওয়ারি?



এদিন ট্য়ুইট করে জিতেন্দ্র লিখেছেন, ''বাংলায় জিততে চান? আগে বাংলার মানুষের হৃদয় জিততে শিখুন।'' কাকে উদ্দেশ্য করে এমন লিখলেন জিতেন্দ্র? জল্পনা। এই টুইট ঘিরে নয়া শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।



বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্যের সমস্ত উপনির্বাচনগুলিতে কার্যত ভরাডুবি হয়েছে BJP-র। গেরুয়া শিবিরের জয়ী আসন আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর জেলায় জেলায় ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছিল BJP-র পদাধিকারীদের। অস্বস্তিতে ফেলেছিল গেরুয়া শিবিরকে।



আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারির টুইট ঘিরেও শোরগোল পড়েছিল রাজ্য রাজনৈতিক মহলে। অমিত শাহের রাজ্য সফরের পরেই এরকম টুইট ঘিরে প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলেই প্রত্যাবর্তন করছেন তিনি?

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top