Latest Online Bengali News Portal

Breaking

Monday, May 02, 2022

jamai sasthi date 2022: জেনে নিন এবছর জামাই ষষ্ঠীর তারিখ, সময় বিস্তারিত

jamai sasthi date 2022: জামাই ষষ্ঠী ২০২২ তারিখ, সময়, জামাই ষষ্ঠীর তারিখ, ১৪২৯ জামাই ষষ্ঠী


jamai sasthi date 2022
প্রবাদে আছে, যম-জামাই ভাগনা-কেউ নয় আপনা। কারণ যম মানুষের মৃত্যু দূত। জামাই এবং ভাগনা অন্যের বাড়ির উত্তরাধিকারী। তাদের কখনও নিজের বলে দাবি করা যায় না। এদের খুশি করার জন্য মাঝে মাঝেই আদর আপ্যায়ন করে খাওয়াতে হয়। তাই মেয়ে যাতে সুখে-শান্তিতে তার দাম্পত্য জীবন কাটাতে পারে এজন্য জ্যৈষ্ঠ মাসে নতুন জামাইকে আদর করে বাড়িতে ডেকে এনে আম-দুধ খাইয়ে পরিতৃপ্ত করে। আশীর্বাদস্বরূপ উপহারসমাগ্রীও প্রদান করে । ( jamai sasthi date 2022)
জামাই ষষ্ঠীর দিন জামাই’কে ঘিরে শাশুরি মায়েদের এই অনুষ্ঠান অনেকটা উৎসবের আকার ধারন করে । জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজা করেন । ষষ্ঠীকে সন্তান-সন্ততি দেবী বা দেববহির্ভূত লৌকিক দেবীও বলা যায় । ঘর ও মন্দিরের বাইরে বট, করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এ পূজা করা হয়। এজন্য জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা যায়। এ পূজায় ধর্মীয় সংস্কারের চেয়ে সামাজিকতা বিশেষ স্থান পেয়েছে । ( jamai sasthi date 2022)

২০২২ সালের জামাই ষষ্ঠীর তারিখঃ ( jamai sasthi date 2022)

আগামী ৫ জুন ২০২২ রবিবার , ২১ জ্যৈষ্ঠ ১৪২৯ তারিখ জামাই ষষ্ঠী। 
২০২২ সালের জামাই ষষ্ঠীর সময়ঃ ( jamai sasthi time 2022)

মদন মোহন ফুল পঞ্জিকা মতে ২১ জ্যৈষ্ঠ ১৪২৯ দুপুর ২ টা ২২ মিনিট থেকে ২২ জ্যৈষ্ঠ ১৪২৯ সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট পর্যন্ত। 16 comments: