পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শকুন বাঁচাতে উদ্যোগ নিয়েছে চাষী আবদুস সুবান 

শকুন



22 May 2022, World Biodiversity Day: উওরবঙ্গে শকুন (vultures ) সংরক্ষণ কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার  রাজা ভাত খাওয়াতে। তেমনি জলপাইগুড়ি ভারত এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া ফুলবাড়ী জটিয়াকালি গ্ৰামে এক চাষি নিজের জমিতে রোজ দেখতে পায় শকুন (vultures ) । শকুন সংরক্ষণের জন্য তিনি শিলিগুড়ি পৌরসভায় আবেদন করেন যাতে  মৃত গৃহপালিত পশুর দেহ বিশেষ করে মৃত গরুর দেহাবশেষ তার জমিতে ফেলবার জন্য। যাতে শকুন (vultures ) খেতে পাবে । 


আব্দুল   বাবু বলেন শকুন এখন দেখতে পাওয়া যায় না সহজেই । তাই আমি আমার এক বিঘা জমি ফেলে রেখেছি শকুনের জন্য । পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য শকুনের দরকার রয়েছে । তারা পরিবেশের মৃত প্রাণীর  খাদ্য গ্রহণ করে পরিবেশ জীবাণুমুক্ত করে তুলছে। 


আরও পড়ুনঃ  Arjun Singh : অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিং 


তিনি জানান খাদ্য সংরক্ষণ পাওয়াতে এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো শকুন দেখা যায়। এই প্রজাতির নাম  হিমালয়ান । অনেকেই শুকনো দেখতে আসে এখানে। কোনো কারণবশত শকুন অসুস্থ হয়ে পড়ে তখন তিনি খবর দেন শকুন সংরক্ষণ কেন্দ্র গুলিতে। তখন তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে পুনরায় জঙ্গলের ছেড়েদেয়।