22 May 2022, World Biodiversity Day-পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শকুন বাঁচাতে উদ্যোগ নিয়েছে চাষী আবদুস সুবান

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শকুন বাঁচাতে উদ্যোগ নিয়েছে চাষী আবদুস সুবান 

শকুন



22 May 2022, World Biodiversity Day: উওরবঙ্গে শকুন (vultures ) সংরক্ষণ কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার  রাজা ভাত খাওয়াতে। তেমনি জলপাইগুড়ি ভারত এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া ফুলবাড়ী জটিয়াকালি গ্ৰামে এক চাষি নিজের জমিতে রোজ দেখতে পায় শকুন (vultures ) । শকুন সংরক্ষণের জন্য তিনি শিলিগুড়ি পৌরসভায় আবেদন করেন যাতে  মৃত গৃহপালিত পশুর দেহ বিশেষ করে মৃত গরুর দেহাবশেষ তার জমিতে ফেলবার জন্য। যাতে শকুন (vultures ) খেতে পাবে । 


আব্দুল   বাবু বলেন শকুন এখন দেখতে পাওয়া যায় না সহজেই । তাই আমি আমার এক বিঘা জমি ফেলে রেখেছি শকুনের জন্য । পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য শকুনের দরকার রয়েছে । তারা পরিবেশের মৃত প্রাণীর  খাদ্য গ্রহণ করে পরিবেশ জীবাণুমুক্ত করে তুলছে। 


আরও পড়ুনঃ  Arjun Singh : অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন অর্জুন সিং 


তিনি জানান খাদ্য সংরক্ষণ পাওয়াতে এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো শকুন দেখা যায়। এই প্রজাতির নাম  হিমালয়ান । অনেকেই শুকনো দেখতে আসে এখানে। কোনো কারণবশত শকুন অসুস্থ হয়ে পড়ে তখন তিনি খবর দেন শকুন সংরক্ষণ কেন্দ্র গুলিতে। তখন তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে পুনরায় জঙ্গলের ছেড়েদেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ