Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের লোকালয়ে অজগর, আতঙ্ক এলাকাজুড়ে

ফের লোকালয়ে অজগর, আতঙ্ক এলাকাজুড়ে 

অজগর



ধূপগুড়িঃ জয়ন্ত বর্মন


ফের লোকালয়ে অজগর । শুক্রবার ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুলিয়া গ্রামের কৃষকের ক্ষেতের জালে আটকে পড়ল বিশালাকার অজগর।




এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় বনদপ্তর কে। কিন্তু বনদপ্তর এর কোনো সাড়া না পাওয়ায় অবশেষে ধুপগুড়ির একটি পরিবেশ প্রেমী সংস্থা কে খবর দেওয়া হলে তারা এসে বিপদ মুক্ত করে তোলে এরপরে সেটিকে বস্তাবন্দি করা হয়।




তবে বনদপ্তর এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা কারণ তড়িঘড়ি খবর দেওয়া হলেও বনদপ্তর কোনো আগ্রহ দেখায়নি সাপটিকে উদ্ধার করার জন্য।




অন্যদিকে বস্তাবন্দি সাপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে বলে পরিবেশ প্রেমীরা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code