রাতভর গজরাজের দাপাদাপি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে
রাত ন'টা নাগাদ একটি দাঁতাল হাতি এসে পড়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি বাজারে। তারপর রাতভর চলল গজরাজের দাপাদাপি কখনো স্থানীয় একটি বিয়ে বাড়িতে আবার কখনো স্থানীয় সবজী বাজারে।পরে বন দফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই ঘটনায় রাতভর কার্যত হাতির আতঙ্ক তাড়া করে বেড়াল গঙ্গাজলঘাটি এলাকার মানুষকে।
এমনিতেই প্রবল গরমে গত প্রায় একমাস ধরে একপ্রকার বিনিদ্রা রাত কেটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি এলাকার মানুষের। কালবৈশাখীর জেরে সম্প্রতি গরমের দাবদাহ কমলেও এবার ঘুম ওড়াল হাতির আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত ৯ টা নাগাদ গ্রাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে গঙ্গাজলঘাঁটিতে। প্রথমেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরে এলাকার মানুষের তাড়া খেয়ে বিয়ের অনুষ্ঠানে না গিয়ে গঙ্গাজলঘাঁটি সবজী বাজারের দিকে চলে যায় হাতিটি। এবং সেখানে পরপর দুটি দোকানে হামলা চালিয়ে দোকানে রাখা সবজী সাবাড় করে হাতিটি।
হাতি তাড়াতে এলাকার মানুষ বারবার বন দফতরকে তলব করলেও বন কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ।
পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বন কর্মীরা হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠালে এলাকায় স্বস্তি ফেরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊