Latest News

6/recent/ticker-posts

Ad Code

Delhi LG Resign: ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল

Delhi LG Resign: ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল


DELHI LT




ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল (Anil Baijal)। ব্যক্তিগত কারণেই পদ ছাড়ার কথা জানিয়ে ইস্তফাপত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)-কে চিঠি পাঠিয়েছেন অনিল বৈজল।




প্রায় চার দশক ধরে কেন্দ্রীয় সরকারের একাধিক হাই প্রোফাইল পদে কাজ করেছেন অনিল বৈজল (Anil Baijal)। গত পাঁচ বছর ধরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপাল রয়েছেন। দীর্ঘদিন কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিব হিসাবে কাজ করেছেন প্রাক্তন এই আইএএস আধিকারিক (IAS Officer)। ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব হিসাবেও কাজ করেছেন বৈজল।




উপরাজ্যপালের এই পদত্যাগের সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে। কেন পদত‍্যাগ করলেন তা নিয়েও চলছে বিস্তর কাটাছেড়া। সত্যিই ব্যক্তিগত কোনও কারণে তিনি ইস্তফা দিয়েছেন, নাকি এর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ আছে, তা নিয়েই চলছে কাটাছেঁড়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code