'অকারণ বিতর্ক' বিস্ফোরক পোস্ট ডিলিট করলেন দেবাংশু, জানালেন ডিলিটের কারণ

debangshu bhattacharjee



তৃণমূল সরকারের ১১ বছর পূর্তির আগের দিন এবার বিস্ফোরক তৃণমূলের অন‍্যতম যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। এদিন ফেসবুকে বিস্ফোরক দেবাংশু। এরপরেই শুরু হয় বিতর্ক। তার কিছু পরেই পোস্টটা ডিলিট করে দেয় দেবাংশু। তারপর কেন ডিলিট করেছেন তাও জানান একটি পোস্টে। তার কথায় পোস্টটির ভুল ব‍্যাখা হচ্ছে।



তিনি লেখেন, শেষ পোষ্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি। অকারণ বিতর্ক হচ্ছে। তাই পোস্ট ডিলিট করলাম।


কর্মীরাই দলের সম্পদ। সবাইকে নিয়ে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল। দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।


এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয়। কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।



প্রসঙ্গত, এক ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন, "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ। ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল।'' আরও পড়ুনঃ প্রিয়জনের ঠোঁটে চুমু তো খান, জানেন কি চুমুর সময় ঘটে যাওয়া এই তথ্য! 


"তারপর তো বন্যা এল! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার! তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস। তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা।''ফেসবুক পোস্টে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।



এই পোস্ট ঘিরেই তৈরি হয় বিতর্ক।