Cyclone Ashni: ঘূর্ণিঝড় অশনির প্রভাব কতটা পড়বে বাংলায়? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা


Cyclone Ashani





ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। সাইক্লোন অশনি ধেয়ে আসছেউপকূলের আরও কাছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার পৌঁছবে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে। এরপর অভিমুখ বদল করে, ঘুরবে, উত্তর-পূর্ব দিকে। ক্রমে এগিয়ে আসবে, ওড়িশা উপকূল বরাবর। তবে, বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বল হবে, সাইক্লোন।




আবহাওয়া দফতর সূত্রে খবর, সাইক্লোনের ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই। তবে, ঘূর্ণিঝড়ের জেরে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়-শঙ্কায় মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার সমুদ্র তীরবর্তী পর্যটনস্থলগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। ইতিমধ‍্যে সব রকম পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে‌।




মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

দুই ২৪ পরগনা

পূর্ব মেদিনীপুর

কলকাতা

হাওড়া

নদিয়ায়




মঙ্গল, বুধ, বৃহস্পতি- এই তিন দিন, ভারী বৃষ্টির সম্ভাবনা

হাওড়া

দুই ২৪ পরগনা

পূর্ব মেদিনীপুর

নদিয়ায়