হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ দিনহাটা হাসপাতালে

Dinhata Hospital
মৃত শিশুর মা এবং পরিবারের লোকজন 


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ 

আজ রাত্রি ৮ টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালের (Dinhata Hospital) গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন শিশুর পরিবারের লোকজন। 


দিনহাটা পুটিমারির বাসিন্দা  জীবন বর্মন (মৃত শিশুর জ্যাঠা) জানিয়েছেন- গত পরশু দিনহাটা হাসপাতালে (Dinhata Hospital) শিশুটির জন্ম হয়, নর্মাল ডেলিভারিতে। জন্মানোর পর থেকেই শিশুকে হিটারে রাখা হয়। আজ সকাল ৯ টা-১০ টার দিকে দুই-তিন ঘন্টার জন্য মার কাছে দিয়ে যায়। তারপর বিকালের আগেই আবার হিটারে রাখে। রাত্রি ৮ টা নাগাদ শিশুকে দুধ খাওয়ানোর জন্য মা'কে নিয়ে গেলে মা দেখতে পান বাচ্চা নড়াচড়া করছে না। পরে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।" 

জীবন বর্মনের অভিযোগ, 'বারংবার ডাক্তারের কাছে কি কারনে শিশুটির এমন হলো তা জানতে চাইলেও জানানো হয়নি। ডাক্তারের সাথে দেখা পর্যন্ত করতে দেয়নি।পুলিশ গার্ড দিয়ে রেখেছে। " 

পরিবারের পক্ষ থেকে রাত্রি ১১ টা নাগাদ লিখিত অভিযোগ জানাতে গেলে  হাসপাতাল কতৃপক্ষ জানিয়ে দেয় আজ কোন অভিযোগ জমা নেওয়া হবে না, আগামীকাল সকালে অভিযোগ জমা নেওয়া হবে।