Blood Donation Camp: নিজের জন্মদিনে রক্তদান শিবির যুবকের
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন
নিজের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন বানারহাটের দুরামারির বাসিন্দা বিশ্বজিৎ সরকার। মঙ্গলবার নিজের জন্মদিনে বন্ধুদের সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করেন ওই যুবক। শিবিরে ৪২জন রক্তদান করেন। রক্তদান করেছেন বানারহাটের জয়েন্ট বিডিও মহাদেব মণ্ডল ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার স্বর্নাভ মিত্র, শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের আধিকারিক আয়ুব হুসেন প্রমুখ।
শালবাড়ি -১ গ্রাম পঞ্চায়েত অফিসে অস্থায়ী পদে কর্মরত বিশ্বজিৎবাবু। তাঁর বাড়ি দুরামারি বাজার এলাকায়। গ্রামের বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন তিনি। এদিন দুরামারির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের পাশে শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের একটি করে গাছের চারাও দেওয়া হয়। এদিন সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে।
বিশ্বজিৎবাবু জানান, করোনার সময় রক্ত সংকট দেখে তিনি সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রতি বছর জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করবেন। বিশ্বজিৎবাবুর এই উদ্যোগ নজর কেড়েছে দুরামারিবাসীর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊