Monsoon Forecast 2022: 72 ঘণ্টার মধ্যে ঢুকছে বর্ষা
বৃহস্পতিবার আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে ১৫ মে-র আশপাশের সময়ে আন্দামানে (Andaman) বর্ষা ঢুকতে চলেছে। আর এদিন আবহাওয়া দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার কেরলে (Kerala) বর্ষা ঢুকতে চলেছে স্বাভাবিক সময়ের কিছু আগেই। তবে এখনও পশ্চিমবঙ্গে বর্ষার আগমন নিয়ে তেমন কোনও পূর্বাভাস নেই।
বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 72 ঘণ্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে চলেছে। অর্থাৎ এবছর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের আগেই প্রবেশ করতে চলেছে বর্ষা।
আগামী দিনে আন্দামান ও নিকোবর অঞ্চলগুলিতে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে।
প্রসঙ্গত কেরলের মাধ্যমেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। যার মাধ্যমেই দেশে গরম এবং শুকনো আবহাওয়া থেকে বর্ষায় প্রবেশ করে। মৌসুমী বায়ু যতই উত্তরে ঢোকে, সেইসব এলাকা গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পায়। কেরলে বর্ষা ঢোকার সময় হিসেবে ১ জুনকে ধরা হয়ে থাকে। এর সাতদিন বেশি কিংবা কম হতে পারে। দেশের আবহাওয়া দফতর ২০০৫ সাল থেকে কেরলে বর্ষার প্রবেশের পূর্বাভাস দিয়ে আসছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊