যৌনপেশা নিয়ে যুগান্তকারী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
যৌনপেশা আইন সম্মত। যৌন পেশা ও যৌন কর্মীদের নিয়ে যুগান্তকারী নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এই পেশায় যুক্তদের কোনওভাবেই গ্রেফতার, জরিমানা বা হেনস্থা করতে পারবে না পুলিশ। শুধুমাত্র এই পেশায় জড়িত বলে যৌনপল্লিতে হানা দিয়ে ধরপাকড়ও করতে পারবে না পুলিশ। রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সম্মতি রয়েছে এমন যৌনকর্মীদের (sex worker) বিষয়ে নাক গলানো এবং ফৌজদারি মামলা করা নিয়েও বিরত থাকুক পুলিশ। কারণ স্বেচ্ছায় যৌনপেশায় থাকা বেআইনি নয়, যৌনপল্লি চালানো বেআইনি এবং আইনের চোখে অপরাধ।
বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের (Justice L Nageswara Rao) বেঞ্চ জানিয়েছে, যদি কেউ সাবালক বয়সে এবং নিজ ইচ্ছায় যৌন পেশাকে পেশা হিসেবে বেছে নেয় তবে ফৌজদারি মামলা করা যাবে না এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা থেকে।
আর্টিকল ২১ অনুযায়ী শুধুমাত্র এই পেশাই নয়, ভারতের সব নাগরিক সম্মানীয় জীবন পাওয়ার অধিকারী। মা যৌনকর্মী বলে তাঁকে তাঁর সন্তানদের থেকে আলাদা করা যাবে না বলেও জানিয়েছে ওই বেঞ্চ।
যৌনকর্মীদের প্রতি পুলিশের আচরণের সমালোচনার পাশাপাশি যৌন হেনেস্তার অভিযোগে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনওভাবেই কোনও যৌনকর্মীর পরিচয় প্রকাশে না করেছে সংবাদমাধ্যমকে। ধরপাকড়ের সময় কোনও যৌনকর্মীকে ধরা হলে তাকে সংশোধনারে পাঠানো হবে। এর মধ্যে যদি বিচারক মনে করেন যে গোটা ঘটনায় ওই যৌনকর্মীর সম্মতি ছিল, তাহলে তাঁকে ছেড়ে গিতে হবে। সুপ্রিম কোর্ট যে পরামর্শগুলি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের থেকে উত্তর চেয়েছে দেশের শীর্ষ আদালত। আগামী ২৭ জুলাই শুনানি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊