১৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির তরফে
রঞ্জিত ঘোষ,বাঁকুড়া
১৩ দফা দাবিকে সামনে রেখে পথে নামল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সাদস্যারা।
শুক্রবার সকালে শহরের প্রাণ কেন্দ্র মাচানতলায় প্রথমে জমায়েত হয় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সাদস্যারা।তারপর তারা সেখানে একটি পথমিছিল করে এবং বাঁকুড়া জেলা প্রকল্প আধিকারিকের নিকট ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করে।
তাদের দাবি,সরকার সঠিক সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে খাদ্য দ্রব্য সরবরাহ না করায় তাদেরকে ঋণ করে দোকান থেকে তা ক্রয় করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে হচ্ছে ।এই অবস্থা গত ফেব্রুয়ারি মাস থেকে।সরকার যেন সেই বাকি বকেয়া দ্রুত মিটিয়ে দেয়। এছাড়াও বাজার চলতি মূল্যে যেন সরকার তাদের কৃত দ্রব্যের মূল্য দেওয়ায় ব্যবস্থা করে।
পাশপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন,কর্মীদের স্থায়ীকরন তাদেরকে মাসিক ২১০০০ টাকা বেতন প্রদান করা , পভিডেন্ট ফান্ড ইএসআই এর সুবিধা প্রদানকরাসহ একাধিক দাবির উল্লেখ রয়েছে জেলা প্রকল্প আধিকারিকের নিকট প্রদানকৃত স্মারকলিপিটিতে।
তবে তাদের দাবিগুলি মানা না হলে তারা আরও বৃহত্তর অন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊