বার বার ঘুরে ফিরে আমাকেই কেন এত মশা কামড়ায়?

mosquito



রামকৃষ্ণ চ্যাটার্জী:

কেন? আমাকেই কেন? বার বার ঘুরে ফিরে আমাকেই কেন এত মশা কামড়ায়?-এই প্রশ্ন আপনার মনে বহুবারই ঘুরপাক খেয়েছে। কিন্তু কোনও উত্তরই পাননি। আবার আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরে থাক তাঁর ধারে কাছেও যাচ্ছে না। কেন এমন হয়! মশারা আপনার জীবন কেন অতিষ্ট করে তুলেছে জানতে চান? জেনে নিন কী কী কারণে মশারা কোনও কোনও মানুষকে বেশি কামড়ায়।
 
mosquito



1) যে সকল মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত রয়েছে, তাঁদের নাকি বেশি মশা কামড়ায়। এই ধরনের রক্ত থাকার কারণে ত্বকে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যা মশাকে আকৃষ্ট করে।

2) যে সকল মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়া-ছাড়ার পরিমাণ বেশি, তাঁদের মশা বেশি কামড়ায়। কার্বন ডাই অক্সাইড ছাড়ার সময় মশারা আকৃষ্ট হয়।

3) যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং ঘাম বেশি হয়, তাঁদেরকে মশা বেশি কামড়ায়।

mosquito



4) শরীরের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া বাসা বাঁধার কারণেও মশারা বেশি আকৃষ্ট হয়।

5) প্রচুর পরিমাণে বিয়ার পান করার প্রবণতা যাঁদের বেশি, তাঁদের নাকি মশা বেশি কামড়ায়। বিয়ার পানের ফলে রক্ত গরম হয়ে ওঠে, যার জেরে মশারা তেড়ে আসে।

6) প্রেগন্যান্ট মহিলাদের মশা কামড়ানোর প্রবণতা খুব বেশি।

7) মশারা নাকি কিছু কিছু রঙ চিনতে পারে। নীল, লাল এবং কালো পোশাক পরা থাকলেই নাকি মশারা কামড়ানোর জন্য টার্গেট বানিয়ে ফেলে।

8) অনেক সময় জিনগত কারণেও মশারা খুব বেশি কামড়ায়।