Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rajib Banerjee: অবশেষে তৃণমূলে বড় দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়

Rajib Banerjee: অবশেষে তৃণমূলে বড় দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়




Rajib Banerjee




অবশেষে তৃণমূলে বড় দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষিত হয়েছে। বাংলার প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্য তৃণমূলের গুরু দায়িত্ব পেলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্য ভারপ্রাপ্ত হিসেবে অব্যাহত থাকবেন।



রাজ্য সভাপতি হলেন সুবল ভৌমিক। কোর কমিটির সদস্য হলেন ৬ জন। ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশীষ দাস, ভৃগুরাম রেয়াং, আশীষ লাল সিং, মামন খান এবং সুবল ভৌমিক নিজে। রাজ্যের সহ সভাপতি হলেন ৮ জন। সাধারণ সম্পাদক হলেন ৫ জন। সম্পাদক হলেন ১৪ জন। যুগ্ম সম্পাদক হলেন ৭ জন। এক্সিকিউটিভ মেম্বার হলেন ৭২ জন। যুব কমিটিতে এলেন ৬ জন। মহিলা কমিটিতে আছেন ৭ জন।



যুব সভাপতি হলেন শান্তনু সাহা। মহিলা সভাপতি হলেন পান্না দেব।ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ২৯ এপ্রিল ত্রিপুরার জন্য ১৩২ জন সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করেছে। রাজ্যের মহিলা-কেন্দ্রিক সমস্যাগুলি সমাধানের জন্য, কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যারা সর্বদা অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য কাজ করেছে, তারা রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করেছে।




১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code