'দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গবাসীদের প্রভু ?? সর্বক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত সর্বদাই' তাই দাবি ওঠে আলাদা রাজ্যের: বিজেপি বিধায়ক 

Sahnkar Ghosh



বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে গরম পড়ায় উত্তরবঙ্গ সহ সারা রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।



দক্ষিণবঙ্গে গরম পড়ায় উত্তরবঙ্গে ছুটি ঘোষণা কেন? উঠছে প্রশ্ন।



বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এনিয়ে টুইটারে সরব হয়েছেন। ট্যুইট নিয়ে তুমুল জলঘোলা শুরু হয়েছে। সেই টুইটে তিনি টেনে আনলেন উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিও। তিনি লেখেন, দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল ,এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি ।



তিনি প্রশ্ন তোলেন, দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গবাসীদের প্রভু ?? এদিনের অপর একটি টুইটে তিনি লেখেন, দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গবাসীদের প্রভু ?? “সর্বক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত সর্বদাই” যেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় যথেষ্ট কম রয়েছে ।



শুধু টুইট নয় স্কুল বন্ধের এই ঘোষণা শুধুমাত্র দক্ষিণবঙ্গ কেন্দ্রিক আর তাই আজ সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই তা জানিয়ে একটি স্বারকলিপি তুলে দেন শিলিগুড়ি DI -কে।