শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
![]() |
রাজ্যপাল জগদীপ ধনকড় |
ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যে শিক্ষার হাল দেখে তাঁর ঘুম আসছে না বলেও দাবি ধনকড়ের।
শুক্রবার দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যকে সরাসরি তিনি বলেন, “চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমার রাতে ঘুম আসে না। উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি।”
দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে আক্ষেপ করেন রাজ্যপাল। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেই দাবি। আরও পড়ুনঃ College Admission : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি ! কলেজ ভর্তিতে নতুন নিয়ম
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊