রাজ্য জুড়ে স্কুলে গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ জানালো উত্তরবঙ্গের প্রকৃতি


সোয়েটার গায়ে স্কুলে খুদে পড়ুয়ারা



রাজ্য জুড়ে স্কুলে গরমের ছুটি (Summer Vacation) ঘোষণার সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ জানালো উত্তরবঙ্গের প্রকৃতি । চলছে বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া সোয়েটার গায়ে স্কুলে খুদে পড়ুয়ারা। ছুটি (Summer Vacation) পরে দিলেই ভালো ,মত অভিভাবক কুলের।


শুক্রবার রাত থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, শনিবার সকালেও যা অব্যাহত। দক্ষিণবঙ্গ প্রচন্ড দাবদাহের কবলে পড়লেও জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ উত্তরের বিভিন্ন প্রান্তে গরম উধাও বর্তমানে (Summer Vacation)।

আর এতেই রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২রা মে থেকে স্কুল গুলিতে গরমের ছুটি (Summer Vacation) ঘোষণাকে কার্যত চ্যালেঞ্জ জানালো উত্তরের মনোরম প্রকৃতি। তাপমাত্রা অনেক টাই নেমে যাওয়ায় স্কুলে আসা ছাত্রদের গায়ে দেখা মিললো হালকা সোয়েটার।

এই গরমের ছুটি (Summer Vacation) নিয়ে শুধু যে অভিভাবক বা রাজনৈতিক নেতাদের মধ্যে বিতর্ক দানা বেঁধেছে তাই নয়, সোয়েটার গায়ে স্কুলে আসা খুদে পড়ুয়ার মনেও উকি দিচ্ছে একই প্রশ্ন। আরও পড়ুনঃ College Admission : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি ! কলেজ ভর্তিতে নতুন নিয়ম 

ওপরদিকে বৃষ্টিতে ছাতা মাথায় সন্তানকে স্কুলে পৌঁছতে আসা অভিভাবকের মুখেও গরমের ছুটি নিয়ে একই জবাব, এখন তো সেই অর্থে আমাদের এই অঞ্চলে গরম পরেনি, সকালে সোয়েটার গায়ে চাপিয়েই বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছি, গরমের ছুটি আমাদের এদিকে পরে দিলেই ভালো হতো । আরও পড়ুনঃ নির্মীয়মান সেতুতে বাজ পড়ায় ভেঙে পড়লো সেতু ! নাকি অন্য কারন !