Latest News

6/recent/ticker-posts

Ad Code

নির্মীয়মান সেতুতে বাজ পড়ায় ভেঙে পড়লো সেতু ! নাকি অন্য কারন !

নির্মীয়মান সেতুতে বাজ পড়ায় ভেঙে পড়লো সেতু ! নাকি অন্য কারন ! 

ANI
ছবিঃ ANI 


নির্মীয়মান সেতুতে বাজ পড়ায় ভেঙে পড়লো সেতু। এমন ঘটনার সাক্ষ্যী থাকলো বিহার। বিহারের ভাগলপুরের সুলতানগঞ্জে এক নির্মীয়মান সেতুতে পড়ল বাজ।


গতকাল , শুক্রবার রাতে সেখানে বেশ বৃষ্টি-ঝড় চলছিল। বাজও পড়ছিল মাঝেমাঝে। আচমকাই দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের মাঝে নির্মীয়মান সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেতুটির পাশে থেকে দুইজন শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজ পড়বার সাথে সাথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। 


সুলতানগঞ্জের জেডি (ইউ) বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল জানান, আমরা এই ব্যাপারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


তবে বাজ পড়েই ভাঙলও নাকি সেতুটি তৈরির জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code