SRH vs LSG: লাগাতার দ্বিতীয় জয় লখনউয়ের

SRH vs LSG



ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্য়াট করতে নেমে শুরুতে ২৭ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যান লখনউ। অধিনায়ক লোকেশ রাহুলের ৬৮ ও দীপক হুডার ৫১ রানের ইনিংসে ভর করেই ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে তারা। 


সানরাইজার্সের হয়ে বল হাতে শুরুটা ভালই করলেন ভুবনেশ্বর কুমার। ডি'কককে ১ রানে (৪ বল) সাজঘরে ফিরিয়ে সানরাইজার্সকে প্রথম সাফল্য এনে দেয় সুন্দর। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রানে (৫ বল) এভিন লুইসকে সাজঘরে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। মাত্র ৩১ বলে নিজের আইপিএল কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান পূরণ করলেন দীপক হুডা।  হুডাকে ৫১ রানে (৩৩ বল) সাজঘরে ফেরত পাঠালেন রোমারিও শেফার্ড।৪০ বলে নিজের আইপিএল কেরিয়ারের ২৮তম অর্ধশতরান করলেন লখনউ অধিনায়ক। ২০ ওভার শেষে লখনউ ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে।



জেসন হোল্ডারের প্রথম ওভারে ৬ রান তুলে ইনিংস শুরু করে সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন।নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১৬ রানে (১৬ বল) ফেরান আবেশ খান। উইলিয়ামসনের পর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আরেক ওপেনার অভিষেককে ১৩ রানে ফেরান আবেশ। রাহুল ত্রিপাঠীর ৪৪ ও নিকোলাস পুরানের ৩৪ রানের সুবাদে জয়ের স্বপ্ন দেখছিলেন হায়দরাবাদ। কিন্তু ১৮তম ওভারে পুরান ও সামাদকে পরপর দুই বলে ফিরিয়ে খেলা ঘুরিয়ে দেন আবেশ। ১৫৭-৯ থমকে যায় সানরাইজার্স। আবেশ চার ও জেসন হোল্ডার ৩ উইকেট নেন।



চার ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে ম্য়াচ সেরা হলেন লখনউ সুপার জায়ান্টসের আবেশ খান।