করোনা কালে যারা মানুষের প্রাণ বাঁচিয়ে ছিলো আজ তারাই মৃত্যুবরণ করতে চাইছে
করোনার সেই ভয়ানক দিন গুলোর স্মৃতি আজও দগদগে মানুষের মনে, কত জন হারিয়েছে আপনজনকে, লকডাউন, জনমানবহীন পথঘাট। সবদিকেই মানুষ অসহায় হয়ে পড়েছিলো।
তবে সেই কঠিন সময়ে যারা একটি ফোনেই ছুটে যেতো করোনা আক্রান্ত রুগীর পাশে, তারা আজ মৃত্যুবরণ করতে চাইছে । আসলে সেই করোনা যোদ্ধা অস্থায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের সামনে শুধুই অন্ধকার। কাজ থেকে বসিয়ে দেওয়ার নির্দেশ এসেছে নবান্ন থেকে।
করোনা অতিমারীর প্রকোপ কমতেই রাজ্য সরকার জেলার এই ধরণের অস্থায়ী ছাপ্পান্ন জনকে কাজ থেকে বসিয়ে দিয়েছে বলে জানিয়েছে জলপাইগুড়র অস্থায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা ।
সোমবার এই করোনা যোদ্ধারা জলপাইগুড়িতে নিজেদের হারানো কাজের দাবিতে স্বারকলিপি প্রদান করতে এসে জানান, ওই ভয়ঙ্কর সময় আমরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছি, কিন্তু আজ আমাদের যা অবস্থা তাতে মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊