PM Kisan: ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছেন? কৃষকদের এবার টাকা ফেরত দেওয়ার নির্দেশিকা
দেশের সাধারণ কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার চালু করে পি এম কিষান প্রকল্প- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি। প্রকল্পতি শুরু হওয়ার সাথে সাথে অনলাইনে আবেদন শুরু হয় প্রকল্পটির সুবিধা নেওয়ার জন্য। এরফলে অনেকেই আবেদন করেন যারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। এমনকি তারা শুধু আবেদনই কেরেননি, আবেদনের সুবিধাও পেয়েছেন। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকাও এসেছে কয়েক কিস্তিতে।
এই অবৈধ সুবিধা গ্রহনের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আধুনিক প্রযুক্তির সহায়তায় খুঁজে বেড় করছে অবৈধ কৃষকদের । ইতিমধ্যে সেই সকল কৃষকদের টাকা রিফান্ডের ব্যবস্থাও করেছে কেন্দ্র। অনলাইনেই ফেরত দেওয়া যাবে টাকা। টাকা ফেরত দিতে নীচের লীঙ্কে ক্লিক করুন-
আসলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মকর্তা এবং কৃষকরা যাঁরা ১০ হাজার টাকারও বেশি পেনশন পান, তাঁরা এই সুবিধা পাবেন না। যে কৃষকরা গত আর্থিক বছরে আয়কর দিয়েছিলেন, GST দেন, তাঁরাও এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। এটি শুধুমাত্র ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের জন্য।
ইতিমধ্যে কেন্দ্র ২০২১-২২ সালে প্রায় ৬৪ লক্ষ সুবিধাভোগীর যাচাইকরণ সম্পন্ন করেছে। দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৫%-এরও কম অযোগ্য ছিলেন। আরও পড়ুনঃ একাধিক ইউটিউব চ্যানেল, নিউজ সাইট, ট্যুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করলো ভারত সরকার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊