India Blocks 22 YouTube Channels

India Blocks 22 YouTube Channels



দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে  এর আগে একাধিক অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এবার একাধিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল সহ একটি নিউজ সাইট, ট্যুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করলো ভারত সরকার । 



ANI সূত্রে জানা গিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক, জনশৃঙ্খলা সংক্রান্ত বিভান্তিকর তথ্য সরবরাহের অভিযোগে ২২টি ইউটিউব চ্যানেলকে ব্লক করেছে (India Blocks 22 YouTube Channels)। এই তালিকায় চার পাকিস্তানি ইউটিউব চ্যানেলও রয়েছে। 



একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কালো তালিকাভুক্ত হয়েছে তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট ও একটি খবরের ওয়েবসাইট। আরও পড়ুনঃ SSC দুর্নীতি মামলায় দুই কর্তাকে CBI-কে জেরার নির্দেশ আদালতের