গলসী থানার সন্তোষপুর এলাকা থেকে অগ্নিকান্ডের ঘটনার তদন্তে ফরেনসিক টিম
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর:-
পূর্ব বর্ধমান জেলার গলসী থানার সন্তোষপুর এলাকা থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৩৯জন গ্রামবাসীকে গ্রেপ্তার করে গলসী থানার পুলিশ,এদিন বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে পাঁচজনকে পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, ৩৯ জন ধৃতের মধ্যে সকলেই নির্দোষ। তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে।
গত রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় কুরুল মেরে খুন করে,গলসী থানার সন্তোষ পুরের বাসিন্দা উৎপল ঘোষকে।এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয় না ট্রাক্টর,মারুতি, মটর বাইক। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করে গলসী থানার পুলিশ। এদের সকলকে আজ বর্ধমান আদালতে পাঠানো হয়।
পূর্ব বর্ধমানের গলসী থানার অন্তর্গত সন্তোষপুরে অগ্নিকান্ডে তদন্তে এলো কলকাতা সিআইডির ফরেন্সিক ফিঙ্গার টিমের বিশেষ দল। এই দলে রয়েছে সিআইডির ইন্সপেক্টর সৈবাল বাগচি সহ চার জন। এরদের মধ্যে একজন ফোটোগ্রাফার ও দুজন ফিঙ্গারপিন্ট এক্সপাট রয়েছে। মঙ্গলবার এই টিম গলসী থানায় আসে। তারপর থানার একজন অফিসারকে সঙ্গে নিয়ে তারা সন্তোষপুরের গ্রামের উদ্দেশ্য রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছে আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও গাড়ি গুলি পরীক্ষা-নিরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন।
এই মুহূর্তে সন্তোষপুর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊