Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরির খবরঃরাজ্যে কয়েক হাজার মহিলা কনস্টেবল (lady constable) নিয়োগ, জানুন বিস্তারিত

Job News:  ক্যারাটে, তাইকোন্ডোতে পারদর্শী মহিলাদের জন্য সুখবর


lady constable



রাজ্যে কয়েক হাজার মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। জানা গিয়েছে নারী সুরক্ষায় বিশেষ জোর দিতে চলেছে রাজ্যে। আর তাই জেলায় জেলায় মহিলা পুলিশ ব্যাটেলিয়ন তৈরি করতে চলেছে রাজ্য। এর জন্য প্রচুর মহিলা পুলিশ নিয়োগ ( lady constable) হবে বিভিন্ন জেলায়। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া (recruitment) শুরু হবে বলে সূত্রের খবর।


জানা গিয়েছে ক্যারাটে, তাইকোন্ডো-সহ ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি’তে যারা পারদর্শী, এই নিয়োগের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পেতে পারেন। প্রতিটি জেলা পুলিশের অধীনে ও পুলিশ কমিশনারেটের অধীনে এই নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এ নিয়ে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।


প্রসঙ্গত উত্তরপ্রদেশে নারী সুরক্ষার  জন্য বিশেষ পুলিশ বাহিনী তৈরি করেছে যোগী সরকার। তেমন ভাবেই এবার নারী-শিশু সুরক্ষার জন্য মমতা সরকার বিশেষ উদ্যোগ নিতে চলেছে। আর সেই উদ্যোগ সফল করতে রাজ্যে প্রায় সাড়ে চার হাজার মহিলা কনস্টেবল ( lady constable) নিয়োগের সম্ভাবনা রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code