IPL 2022: ফের ফিনিশার ধোনী, টানা ৭ ম্যাচে হার রোহিতদের
ধোনী, ক্যাপ্টেন কুলের ঠান্ডা মেজাজ, ফিনিশারের তকমা যেন আরো একবার ক্রীড়াপ্রেমীদের মনে করিয়ে দিল। একদিকে যখন আইপিএল ২০২২-র পর ধোনীকে আর বাইশ গজে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে তখন অন্যদিকে বারবার জ্বলে উঠে তিনি সেই জল্পনাকে কার্যত ভাবতেই নারাজ করে দিচ্ছেন। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে ফের মনে করালেন চেনা ছন্দ।
টস জিতে প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে মুম্বই করে ৭ উইকেটে ১৫৫ রান। শেষ ওভারে অসাধ্যসাধন করলো ফিনিশার ধোনী।
এদিন শুরু থেকেই চাপ বাড়ছিল মুম্বাইয়ের। একে একে ফিরছেন মুম্বাইয়ের ব্যাটাররা। খাতা না খুলেই ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ঈশান কিশানও ফিরে গেলেন খালি হাতেই। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন মুকেশ চৌধুরী। ব্রেভিসকে নিয়ে সূর্যকুমার যাদব সদ্য লড়াই শুরু করেছেন, তখনই উইকেট পতন। ব্রেভিস (৪) ফিরলেন সেই মুকেশ চৌধুরীর বলে। সূর্যকুমার যাদব চটজলদি ২১ বলে ৩২ রান করেন। এরপর মুম্বাইকে এগিয়ে নিয়ে যান তিলক ভার্মা। ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তিলককে সঙ্গত দেন হৃত্বিক শোকিন (২৫)। শেষের দিকে জয়দেব উনাদকড় ৯ বলে ১৯ রান করে অপরাজিত থেকে যান। মুম্বই ইন্ডিয়ান্স করে ৭ উইকেটে ১৫৫ রান।
এদিনের শুরুটা তেমন ভালো নয় চেন্নাইয়ের। শুরুতেই ফেরেন চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় (০)। মিচেল স্যান্টনারকে (১১) দ্রুত ফেরান ড্যানিয়েল স্যামস। উথাপ্পাকে (৩০) ফেরান উনাদকড়। ৪০-এ ফেরেন রায়ডু। ১৩ করেন দুবে। রবীন্দ্র জাদেজা (৩) ব্যর্থ হন। শেষ ওভারে ম্যাজিক দেখান মহেন্দ্র সিং ধোনি। চেনা ছন্দে ফেরেন তিনি। শেষ ওভারে টান টান উত্তেজনার ম্যাচে শেষ দরকার চার। আর চার মেরেই মুম্বাইকে হারিয়ে দেয় চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক ধোনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊