SSC দুর্নীতি মামলায় প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অলক সরকারকে CBI-কে জেরার নির্দেশ আদালতের


High Court




নিয়োগে বেনিয়ম মামলায় আপাতত দুই কর্তা এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (Santi Prasad Sinha) এবং অলোককুমার সরকারকে CBI-কে জেরার নির্দেশ আদালতের। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এ মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিয়েছেন।




জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হাজিরা দিতে হবে অলক সরকারকেও। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিন্‍‍হা, অলক সরকারকে’। এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের।



প্রসঙ্গত, ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এমনটাই নির্দেশ দিয়েছিলেন।