আজ থেকে শুরু হল পবিত্র রমজান মাস, ৩০ দিন রোজা রাখার প‍র পবিত্র ঈদ

রমজান মাস




আজ থেকে শুরু হল ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। এই মাসে সকল মুসলিম ধর্মালম্বী মানুষ রোজা রাখেন। ত্রিশদিন রোজা রাখার পর আসবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের খুশিতে একসাথে নামাজ আদায় করা, রুটি ও স‍্যামাই খাওয়া এই ঈদের রীতি। একে অপরের মধ‍্যে খুশি বন্টন করা।




মুসলমানদের জন্য রমজান এমন একটি মাস যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের (Quran) প্রথম শ্লোক হজরত মোহাম্মদের (Hazrat Muhammad) কাছে আজ থেকে প্রায় ১,৪০০ পূর্বে অবতীর্ন হয়েছিল বলে এক প্রতিবেদন থেকে জানা যায়।




পবিত্র রমজান মাসে সকলে একে অপরকে 'রমজান মোবারক' বা 'রমজান 'রমজান করিম' বলে শুভেচ্ছা জানান এবং একে অপরের জন্য শুভ কামনা করেন।




৩রা এপ্রিল ভোররাতের আগে খাবার খেয়ে শুরু হয় রোজা। ফজরের নামাজের আযানের আগে পর্যন্ত খাওয়া যায়। এরপর সূর্যোদয় থেকে সারাদিন না খেয়ে থাকতে হয়। সন্ধ‍্যার নামাজ অর্থাৎ মাগরিবের নামাজের আযানের সময় ইফতার বা রোজা ভাঙা হয়।




এই মাসে ইসলাম ধর্মের মানুষেরা দান, খয়রত করে। পরম করুণাময় আল্লাহ তায়ালার ইবাদত করে। আল্লাহ তায়ালাকে খুশি রাজি করানোর জন‍্য নামাজ আদায় করে, দোয়া করে।