Jagadeep Dhankar: বাবুলের শপথ ঘিরে রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত




বালিগঞ্জ উপনির্বাচনে জয় লাভ করে বিধায়ক হয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া তারকা বাবুল সুপ্রিয়। এবার, সেই বাবুল সুপ্রিয়র বিধায়ক হিসেবে শপথ নেওয়া ঘিরে রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।



নিয়ম মাফিক বাবুলের শপথ গ্রহণের আয়োজন করে রাজ্যই। সেই মতো প্রথমে বিধানসভার অধ্যক্ষ চিঠি দেন পরিষদীয় দফতরে। তার পর পরিষদীয় দফতর থেকে চিঠি যায় রাজভবনে। তাতে রাজ্যপালকে অনুরোধ জানানো হয় যে, হয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করান, নয়ত বা অন্য কাউকে সেই দায়িত্ব অর্পণ করুন। সাধারনত রাজ‍্যপাল তাতে স্বাক্ষর করে দেন। কিন্তু তা না ক‍রে ফাইল ফেরৎ পাঠালেন রাজ‍্যপাল।


রাজ‍্যপাল জানিয়েছেন, বিধানসভার কাছে একাধিক প্রশ্ন পাঠিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তার উত্তর পাননি। তাই উত্তর না পাওয়া পর্যন্ত ওই চিঠিতে সই করবেন না।



তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "শপথগ্রহণ করাতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল। এ ব্যাপারে কোনও শর্তও দিতে পারেন না তিনি।"



এই প্রথম নয় এর আগেও বিধায়কের শপথ গ্রহন নিয়ে রাজ‍্য রাজ‍্যপাল সংঘাত বেঁধেছিল।