Latest News

6/recent/ticker-posts

Ad Code

HS 2022 Result: কবে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার ফল প্রকাশ?

HS 2022 Result: কবে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার ফল প্রকাশ?


WBBSE CLASS VI TO X EXAM




করোনার ধাক্কা কাটিয়ে এবছর অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। হোম সেন্টারেই গত ২ রা এপ্রিল থেকে শুরু হয় পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হয়েছে। পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশ নিয়ে এখনো তেমন কোনো জানা যায়নি এমনকি সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে কোন সময়ে ফল প্রকাশ হতে পারে তা জানালেন পর্ষদ সভাপতি।




২৭শে ফেব্রুয়ারি উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা শেষ হয়। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগামী জুনের মাঝামাঝি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। সভাপতি জানান, আজ পরীক্ষা শেষ হল। প্রচুর কাজ বাকি আছে। জুনের মধ্যভাগে ফল প্রকাশের চেষ্টা করা হবে।




এবছরের উচ্চ মাধ‍্যমিক ঘিরে বিস্তর সমস‍্যা। একবার সর্বভারতীয় পরীক্ষা জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা অন‍্যবার উপনির্বাচনের কারণে সূচি বদলেছে সংসদ। এরপ‍র হোম সেন্টারে পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল একাধিক। সব বিতর্ক সমস‍্যা কাটিয়ে শেষ হয়েছে উচ্চ মাধ‍্যমিক। এবার ফলের আশায় পরীক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code