Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবহাওয়ার খবরঃ ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, শীতলকুচিতে ব্যাপক হারে শিলাবৃষ্টি

ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, শীতলকুচিতে ব্যাপক হারে শিলাবৃষ্টি (hailstorm)


hailstorm



একদিকে ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর , অন্যদিকে আজ রাত্রি ৮ টা নাগাদ ব্যাপক শিলাবৃষ্টি (hailstorm) কোচবিহার, জলপাইগুড়িতে।


মিনিট ২৫ এর এই ঝড়ে ব্যাপক ক্ষতি হলও ময়নাগুড়িতে। এখনো পর্যন্ত পাওয়া খবরে ময়নাগুড়িতে ব্যাপক হারে শিলাবৃষ্টি (hailstorm)হয়। 

প্রসঙ্গত এর আগের সপ্তাহেই হঠাৎ ঝড়ে ধ্বংশস্তুপে পরিণত হয় কোচবিহারের শুটকাবাড়ি সহ একাধিক এলাকা। অসংখ্য আহত সহ ২ জনের মৃত্যু পর্যন্ত ঘটে সেই ঝড়ে।


hailstorm

আজকের শিলাবৃষ্টিতে (hailstorm) এখনো পাওয়া খবরে ময়নাগুড়িতে , কোচবিহারের মেখলিগঞ্জে, শীতলকুচিতে ব্যাপক ক্ষতির সম্মুখিন কৃষি ফসল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code