ভয়াবহ বন্যায় কমপক্ষে মৃত ২৫৯, ধ্বংশস্তুপে পরিণত ডারবান
দক্ষিণ আফ্রিকায় ( South Africa ) ভয়াবহ বন্যায় (Flood) এখনও পর্যন্ত কমপক্ষে ২৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
এক নাগাড়ে বৃষ্টির জেরে ডারবানের (Durban ) কোয়াজুলু নাটাল এলাকায় কাদার স্রোত বইতে শুরু হয়। সবকিছু মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
এছাড়াও রাস্তা ঘাটের ধ্বংশের ছবিও সামনে উঠে আসছে। জেনারেল রুদজানি মাফওয়ানিয়া বলেছেন, দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর উদ্ধার প্রচেষ্টা বিলম্বিত হয়েছে কারণ সেনাবাহিনীর বিমান শাখাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান? এখনি জেনে নিন Whatsapp এর এই নতুন ফিচার বিষয়ে
সেনাবাহিনী বুধবার প্রদেশের চারপাশে কর্মী ও হেলিকপ্টার মোতায়েন করতে সক্ষম হয়েছে, তিনি বলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊