৫ মে থেকে ৫ জুন পর্যন্ত হবে 'দুয়ারে সরকার'! ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


মমতা



রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘দুয়ারে সরকার' রাজ্যবাসীর কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ফের আয়োজিত হচ্ছে। আগামী ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত একমাসব্যাপী চলবে ওই শিবির। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




রাজ্যে তৃণমূলের তৃতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হচ্ছে। গত বছর বিধানসভা ভোটের আগে কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল; সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের কয়েকমাস আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম চালু হয়েছিল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন কনকল্যাণমুখী প্রকল্পকে সাধারণ মানুষের দরজায় নিয়ে গিয়েছিলেন তিনি।




বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে প্রশাসনের দরজায়-দরজায় ঘোরার হাত থেকে আমজনতাকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে সুপার-ডুপার হিট হয়েছিল ‘দুয়ারে সরকার’। আরও পড়ুনঃ Loan : ঋণগ্রহীতাদের বড়সড় ধাক্কা ! EMI বোঝা কমবে না, জেনে নিন RBI Policy

বাড়িতে বসেই সরকারি সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তার রাজনৈতিক ডিভিডেন্ডও ঘরে তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোটে দু-হাত ভরে সাধারণ মানুষ ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। তবে করোনার সংক্রমণের কারণে গত বছর বেশ কয়েকবার দুয়ারে সরকার কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়েছে।