Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিনব ভাবে মায়ের জন্মদিন পালন মেয়ের

অভিনব ভাবে মায়ের জন্মদিন পালন মেয়ের 


KCF




পৃথিবীতে সব থেকে আপন ও কাছের মানুষ হচ্ছেন "মা"।যার ভালোবাসায় কোনো রকম স্বার্থ মিশে থাকে না। আর মা ও মেয়ের সম্পর্ক তো যেন একটা আলাদাই সম্পর্ক, কারণ মা- মেয়ের সম্পর্কের সাথে সাথে এই সম্পর্ক যেন বন্ধুত্বের আরেক রূপ।





আর আজ একজন কন্যাই তার মায়ের জন্মদিন উপলক্ষ্যে টিম "KCF" মারফৎ এগিয়ে এলেন রাতের আহার বিতরণ করে মায়ের জন্মদিন পালন করার উদ্দেশ্যে।




দিনহাটা, বোর্ডিং পাড়ার বাসিন্দা "সঞ্চারী রায়" আজ তার মাতা "রঞ্জনা রায়" এর জন্মদিন উপলক্ষ্যে "খুশির ছোঁয়া- FOOD FOR HOMELESS PEOPLE" মারফৎ এগিয়ে এলেন দিনহাটা শহরের সমস্ত ভবঘুরে ও কিছু অসহায় মানুষদের হাতে রাতের আহার তুলে দেওয়ার মধ্য দিয়ে মায়ের জন্মদিন অভিনব ভাবে পালন করার ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে।



খাদ্যতালিকায় রয়েছে -

(১) ভাত,

(২) ডাল,

(৩) সব্জি ও

(৪) মাছ ।




টিম "KCF"- এর পক্ষ থেকে "রঞ্জনা রায়"কে জন্মদিনের অনেক অনেক শুভ শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি মায়ের জন্মদিন উপলক্ষ্যে "সঞ্চারী রায়" গৃহীত উদ্যোগ ও ওনাকে জানাই কুর্ণিশ জানায় কেসিএফ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code