SSC নিয়ে এবার সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ, ভাগ নেওয়ার অভিযোগ অধীরের
SSC নিয়ে কয়েকদিন চলছে তোলপাড়। আজ সেই তোলপাড় পরিস্থিতি আরো উত্তাল হয়ে ওঠে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকি উডবার্ন ওয়ার্ডে ভর্তিতে নিষেধাজ্ঞা সাথে চাইলে গ্রেফতার করা কথা বলে আদালত। যদিও পরে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপে আটকে যায় পার্থর হাজিরা। এর মাঝেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই যাবতীয় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শুধু তাই নয়, এই দুর্নীতির ভাগ মুখ্যমন্ত্রী নিজেও খাচ্ছেন বলে বিস্ফোরক দাবি তাঁর।
তাঁর কথায়, "একদম চুরি হয়েছে। এসএসসি-র নামে লুঠ হয়েছে এবং প্রত্যেক লুঠের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী নিজে ভাগ খেয়েছেন। মুখ্যমন্ত্রী সব জানেন। তাঁর নির্দেশে সমস্ত দুর্নীতি হচ্ছে। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। দুর্নীতিকে আশ্রয় করেই ক্ষমতায় টিকে রয়েছেন তিনি।"
বর্তমান এর ঘটনা উল্লেখ করে অধীর বলেন সন্ত্রাস, দুর্নীতি, লুঠ এবং পুলিশই বাংলায় তৃণমূল এবং মমতাকে ক্ষমতায় ধরে রাখার পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে। মমতা যত দিন বাংলায় থাকবেন, তাঁর কাছ থেকে মমতা নয়, বরং বঙ্গবাসী নির্দয়তাই আশা করতে পারেন বলেও মন্তব্য করেন অধীর। তাঁর দাবি, বাংলা নৈরাজ্যের দিকে এগিয়ে চলেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊