Cyber Crime রুখতে একগুচ্ছ বড় পদক্ষেপ কেন্দ্রের
দিনের পর দিন বেড়েই চলছে অনলাইন অপরাধের সংখ্যা। সাইবার ক্রাইম (Cyber Crime) থেকে ঘটছে নানা রকম বিপত্তি। অনলাইনে অপরাধ রুখতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। টুইটার হ্যান্ডেল চালু করার পাশাপাশি ছোট ছোট ভিডিও এবং ছবির মাধ্যমে সোশ্যাল হ্যান্ডেলে সচেতনতা প্রচার চলছে। রেডিওর মাধ্যমেও চলছে সচেতনতা প্রচার।টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে চলছে প্রচার।
কেন্দ্রের পদক্ষেপ-
@Cyberdost নামে একটি টুইটার হ্যান্ডেল চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যেখানে ছোট ছোট ভিডিও এবং ছবির মাধ্যমে সচেতনতা প্রচার চলছে।
রেডিওর মাধ্যমে সাইবার ক্রাইম (Cyber Crime) সংক্রান্ত প্রচার করা হচ্ছে।
জনমানসে সচেতনতা বাড়াতে ১০০ কোটি এসএমএস পাঠানো হয়েছে।
টুইটার, ফেসবুক, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা হয়েছে
https://twitter.com/Cyberdost , https://www.facebook.com/CyberDost/4C , https://www.instagram.com/cyberdosti4c, https://t.me/cyberdosti4c ।
MyGov পোর্টালেও প্রচার চলছে।
পড়ুয়া এবং কিশোরদের জন্য হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে।
C-DAC ও পুলিসের সহায়তায় সব রাজ্যে প্রচার চলছে।
রাজ্যগুলোকে ১৪৮টি সাইবার ক্রাইম নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।
রাজ্যগুলোকে মাসের প্রথম বুধবার 'সাইবার সচেতনতা দিবস' পালনের অনুরোধ করা হয়েছে
দিল্লি মেট্রোকে সচেতনতা প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা প্রচারে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষামন্ত্রককে পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচারের অনুরোধ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊