WBCS 2022: ১৯ই জুন ২০২২ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে West Bengal Civil Service (Exe.) etc. (Preli.) Examination, 2022



Students. exam


West Bengal Civil Service (Exe.) etc. (Preli.) Examination, 2022-র তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানালো PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL। রাজ্য সরকারি কর্মী নিয়োগের সবচেয়ে বড় পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি, মেনস ও ইন্টারভিউ। প্রিলিমিনারি পাশ করলে তবেই দেওয়া যায় মেনস এরপর পাশ করলে ইন্টারভিউ। রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার দিকে তাকিয়ে।



বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১৯ই জুন ২০২২ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে West Bengal Civil Service (Exe.) etc. (Preli.) Examination, 2022। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL।



প্রতি বছর WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc পরীক্ষার মাধ্যমে Group A, B, C, D -তে নিয়োগ করা হয়। রাজ্য সরকারের অধীনে সবচেয়ে উচ্চ পদস্থ কর্মীদের নিয়োগ এই পরীক্ষার মাধ্যমেই করা হয়।



PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL -এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে WEST BENGAL CIVIL SERVICE (Executive) etc 2022 -এর অ্যাডমিট কার্ড PUBLIC SERVICE COMMISSION, WEST BENGAL এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbps.gov.in -এ পাওয়া যাবে।


প্রিলিমিনারি পরীক্ষার সেন্টার


01–Kolkata,
02–Baruipur,
03–Diamond Harbour,
04–Barrackpore,
05–Barasat,
06–Howrah,
07– Chinsurah
08–Burdwan,
09–Durgapur
10–Medinipur,
11–Tamluk,
12–Bankura,
13–Purulia,
14–Jhargram,
15-Suri,
16–Krishnanagar
17–Berhampore,
18-Malda
19–Balurghat,
20-Raiganj,
21-Jalpaiguri
22-Alipurduar
23-Cooch Behar
24-Siliguri
25-Kalimpong and
26-Darjeeling.