CBPBU: এখনিই গরমের ছুটি হচ্ছে না কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়ে



CBPBU

রাজ‍্যের বিভিন্ন জেলায় উষ্ণতা বৃদ্ধির সাথে তাপপ্রবাহ। নাজেহাল মানুষ। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ‍্য সরকার। ২রা মে থেকে ছুটি ঘোষনা করেছে রাজ‍্য। দক্ষিনবঙ্গে কাঠফাঁটা গরম হলেও উত্তরবঙ্গ অনেক অনুকুল। আর তাই রাজ‍্যের জারি করা গরমের ছুটি নিয়ে বিস্তর সমালোচনা চলছে। এর মাঝেই জানা যাচ্ছে গরমের ছুটি হচ্ছে না কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ‍্যালয়ে।




সূত্র অনুযায়ী উপচার্য দেবকুমার মুখোপাধ‍্যায় আধিকারিক থেকে কর্তা সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ‍্য সরকার বিশ্ববিদ‍্যালয় ছুটির নির্দেশিকা দেয়নি। এলাকার পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে দাবি সূত্রের। আরও পড়ুনঃ ধর্ষিতা নাবালিকার গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি কলকাতা হাইকোর্টের




বিশ্ববিদ‍্যালয়ের পাশাপাশি বিশ্ববিদ‍্যালয়ের আওতাধীন ১৭টি কলেজও খোলা থাকবে বলে জানা গেছে। চলবে ক্লাস। পরবর্তী নির্দেশিকা আসলে তখন ছুটি হবে বলে জানা গেছে।




উপচার্য জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।