Covid-19 : আবারও ভয়াবহ পরিস্থিতি, নতুন করে ১৩ হাজার ১৪৬ জন করোনা আক্রান্ত
নিউজ ডেস্কঃ
করোনা সংক্রমণ (Covid-19) আবারও ভয়াবহ আকার নিয়েছে চীনে (China) । রবিবার দেশটিতে ১৩ হাজার ১৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। চীনের স্বাস্থ্য কমিশন (National Health Commission) জানিয়েছে, ওমিক্রন প্রজাতি (Omicron) এক ডজনেরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন একটি বিবৃতিতে বলেছে, "১ হাজার ৪৫৫ জনের উপসর্গ রয়েছে। ১১ হাজার ৬৯১ জনের কোনও উপসর্গ দেখা যায়নি। নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।"
শাংহাইয়ে (Shanghai) কোভিড সংক্রমণ সবচেয়ে মারাত্মক আকার নিয়েছে। প্রায় ২৫ মিলিয়ন মানুষকে গৃহবন্দি থাকতে বলা হয়েছে। রবিবার পর্যন্ত সাংহাইয়ে প্রায় ৮ হাজার ২০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা দেশব্যাপী মোট সংক্রমণের প্রায় ৭০ শতাংশ।
এদিকে নতুন করে আবারও শুরু হয়েছে লকডাউন। পরিস্থিতি কোন দিকে পৌছায় তাই নিয়ে চিন্তিত চীনের স্বাস্থ্য দপ্তর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊