পাট চাষিদের মাথায় হাত, টানা বৃষ্টিতে জল জমে গেছে খেতে 

দিনেশ্বর বর্মন



আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে একটি সক্রিয় নিন্মচাপ অক্ষরেখা ও জলীয়বাষ্প পূর্ণ হাওয়ার সন্মেলন স্থলে উত্তরবঙ্গে বজ্র সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরী হয়েছে। বিগত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিতে ভিজছে জলপাইগুড়ি, কোচবিহার , আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চল। আর যার জেরে মাথায় হাত পড়েছে উত্তরের পাট চাষিদের।

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদীয়া, কোচবিহার প্রভৃতি রাজ্যে প্রচুর পরিমাণে পাট চাষ করা হয় । পূজার আগে কৃষকরা কাঁচা টাকা ঘরে তোলে এই পাট বিক্রি করেই। লাগাতার বৃষ্টি পাট চাষিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। 


কিছুদিন আগেই উত্তরের অর্থকরী ফসল তামাক চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার পাট চাষিদের অবস্থায় শোচনীয়। জমিতে গত তিনদিন থেকে জল জমে আছে। যা পাট চাষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

দিনহাটার এক কৃষক দিনেশ্বর বর্মন জানিয়েছেন- "জল জমে আছে কয়েকদিন থেকে। পাট চাষ এবার আর হবে না। এখনো এক হাটু জল । সরকার যদি এবার না দেখে তা হলে কৃষকের মরণ।'