Qatar World Cup 2022: ফুটবল বিশ্বকাপে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ FIFA র
যখন ভারতে অধিক জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়ে মেতে আছে ক্রীড়াপ্রেমীরা তখন আরো এক খুশির সংবাদ এই আবহেই প্রকাশিত হল। ঘোষিত হয়ে গিয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি (Quatar World Cup)। ২১শে নভেম্বর থেকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। কাতারে হবে এবারের বিশ্বকাপ।
ভারত তথা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর রাতে নয় দুপুরেও দেখা যাবে খেলা। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচই হবে দুপুর সাড়ে ৩টে। কিছু ম্যাচ হবে সন্ধে সাড়ে ৬টায়। গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি হবে রাত সাড়ে ন’টায়। কয়েকটি ম্যাচ অবশ্য শুরু হবে রাত সাড়ে ১২টাতেও। নক-আউট পর্বের খেলাগুলি হবে রাত সাড়ে ৮টা এবং রাত সাড়ে ১২টায়।
দেখুন পূর্ণাঙ্গ সূচি:
Group stage: Nov. 21-Dec. 2
Round of 16: Dec. 3-6
Quarterfinals: Dec. 9-10
Semifinals: Dec. 13-14
Third-place match: Dec. 17
Final: Dec. 18
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊