আসানসোল লোকসভা উপনির্বাচন লাইভ আপডেট
সকাল ৭টাই শুরু হলো ভোট গ্রহণের কাজ।কুলটির বিভিন্ন বুথে রয়েছে কেন্দ্র ও রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা।বুথে বুথে মোতায়ন করা হয়েছে স্ব অস্ত্র কেন্দ্র বাহিনী।বুথের বাইরে ভোটারদের শারীরিক টেম্পেচার নাপা হচ্ছে আশা কর্মী এবং আই সিডিএস কর্মীরা।ভোটারদের ভোট দেওয়ার আগে মাক্স, হাতের গ্লাভস দেওয়া হচ্ছে।
কুলটির 33,34,35,36 নাম্বার বুথে ভোটারদের লম্বা লাইন।
ইভিএম মিশনে সঙ্গে ভিভি প্যাড কানেক্টেড না হওয়ার ফলে ভোট গ্রহণ এখনো শুরু হয়নি সালানপুর ব্লকের বাঁশ কেটিয়ার ৪৪নাম্বার বুথে।ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষজন।
আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসঞ্জিত পুইতোন্ডি সকাল সকাল ভোট দিলেন তার নিজের ভোটকেন্দ্রে এথোৱাহাই স্কুলে!এদিন পরিবার কে সাথে নিয়ে ভোটদিতে এলেন কংগ্রেস প্রার্থী প্রসঞ্জিত পুইতোন্ডি!
ইভিএম মিশনে সঙ্গে ভিভি প্যাড কানেক্টেড না হওয়ার ফলে প্রায় দুই ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হলো সালানপুর ব্লকের বাঁশকেটিয়ার ৪৪নাম্বার বুথে।
#আসানসোল লোকসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসঞ্জিত পুইতোন্ডি সকাল সকাল ভোট দিলেন তার নিজের ভোটকেন্দ্রে এথোৱাহাই স্কুলে!এদিন পরিবার কে সাথে নিয়ে ভোটদিতে এলেন কংগ্রেস প্রার্থী প্রসঞ্জিত পুইতোন্ডি! pic.twitter.com/EjrrdMszxV
— SangbadEkalavya (@sangbadekalavya) April 12, 2022
আসানসোল বারাবনি লালগঞ্জ অগ্নিমিত্রা পাল কে ঘিরে বিক্ষোভ ও সিকিউরিটি গার্ডের অভিযোগ গাড়ি ভাঙচুর।
আসানসোল লোকসভার অন্তর্গত জামুরিয়া বিধানসভার 182 নম্বর বুথ চিচুড়িয়া আর এন কলোনি বিজেপির পোলিং এজেন্ট গৌতম মন্ডল মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।আক্রান্ত অবস্থায় জামুড়িয়া বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । গৌতম মন্ডল বিজেপি জামুরিয়া ব্লক 2 মন্ডল সভাপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊