ফের গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক, আতঙ্ক শহরে

Gun



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন 


জানা গেছে ধৃত যুবকের নাম আবুল কালাম আজাদ। ওই যুবক জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিপারা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গত শনিবার রাতে ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ধূপগুড়ির সাধুরঘাট মোড় এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্রসহ ঘোরাফেরা করছে এমনি আসে পুলিশ এর কাছে। খবর পাওয়া মাত্রই সাদা পোশাকে পুলিশের একটি প্রতিনিধি দল ওই এলাকায় হানা দেয়। দীর্ঘ চেষ্টার পর পুলিশ এর কাজে সাফল্য আসে। এদিন সন্ধায় ওই যুবক আটক করে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজসহ যুবককে গ্রেপ্তার করা হয়। নিয়ে আসা হয় ধূপগুড়ি থানায়।এর পর তাকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।



তবে মনে করা হচ্ছে কোন অপরাধ সংঘটিত করার জন্যই সে আগ্নেয়াস্ত্রসহ ওই এলাকায় ঘোরাফেরা করছিল। কোন রকম দুর্ঘটনা ঘটার আগেই ধূপগুড়ি থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা সম্ভব হল সেই যুবককে। উল্লেখ্য কিছুদিন আগেই ধূপগুড়ির পুর এলাকার এক নম্বর ওয়ার্ডের জংলিবারি এলাকা থেকেও আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।



তবে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতেই রিতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা শহর জুড়ে।


ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ।