টানা তৃতীয় ম্যাচ হার চেন্নাই সুপার কিংসের
চেন্নাই প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে হেরেছে। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের প্রথমবার আত্মপ্রকাশ করা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধেও হারতে হয়েছে। ব্যাটিং বিভাগে খুব একটা ভাল করতে পারেনি এক দু জন ছাড়া। তবে আগের ম্যাচে ধোনি ধামাকা দেখতে পাওয়া গিয়েছে। এবার চেন্নাইয়ের হার পাঞ্জাবের বিরুদ্ধেও।
পাঞ্জাবের বিরুদ্ধে মাইলফলকের সামনে মহেন্দ্র সিংহ ধোনি। কেরিয়ারের ৩৫০তম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামেন তিনি। কিন্তু সেই ম্যাচেও হারের স্বাদ উপভোগ করতে হল চেন্নাইকে। পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজা।
এদিন শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। পরপর দু'ওভারে দু'উইকেট। প্রথম ওভারেই ময়ঙ্ককে (৪ রান) ফেরালেন মুকেশ চৌধুরী। পরের ওভারের রান আউট হলেন ভানুকা রাজাপক্ষে (৯ রান)। ডোয়েন ব্র্যাভোকে ছক্কা মেরে ২৭ বলে হাফসেঞ্চুরি লিভিংস্টোনের। শেষ পর্যন্ত ৩২ বলে ৬০ রান করে ফিরলেন জাডেজার বলে। ২৪ বলে ৩৩ রান করে আউট হন শিখর ধবন।১৭ বলে ২৬ রান করে আউট হলেন জিতেশ শর্মা। ৬ রান করে ফিরলেন শাহরুখ খান। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে।
এদিকে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। ১২ ওভারে ৬৯ রানেই ৫ উইকেট হারায় চেন্নাই। ব্যাটিং বিপর্যয়ের মুখে কেউই তেমনভাবে দাড়াতে পারেননি। শিবম দুবে (৫৭) ও ধোনি (২৩) র কিছুটা লড়াইয়ে এগোতে থাকে স্কোর বোর্ড। এছাড়া রায়াডু বাদে আর কেউ দু অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ২ ওভার বাকি থাকতেই ১২৬ রানে অল আউট হয়ে যায় চেন্নাই শিবির। ৫৪ রানে ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊