স্বপ্ন না বাস্তব? শিল্প সম্মেলনকে স্বাগত জানিয়ে সমালোচনায় মুখর BJP সভাপতি সুকান্ত মজুমদার
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
কলকাতার শিল্প সম্মেলনকে স্বাগত জানিয়েও কড়া ভাষায় সমালোচনায় মুখর হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বীরভূমের ময়ূরেশ্বর যাবার পথে বর্ধমানে বিজেপির জেলা অফিসে সাংবাদিক সম্মেলন করেন সুকান্ত মজুমদার। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন সুকান্তবাবু।
এদিন তিনি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের একটি চিঠিকে হাতিয়ার করে বলেন, রাজ্য সরকারের সততা নিয়ে প্রশ্ন উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের এরকম হলে যতই মুখে বেঙ্গল মিন্স বিজনেস বলা হোক ততই মানুষ ভাববে বেঙ্গল মিনস ভায়োলেন্স। গতকাল গুলিবিদ্ধ, আজকে আদিবাসী মহিলা ধর্ষণ, শিল্পপতিরা এটা ভাবেন। সবার আগে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, না হলে বেঙ্গল মিনস বিজনেস না হয়ে বেঙ্গল মিনস ভায়োলেন্স হবে।
এদিন সুকান্ত মজুমদার বলেন, শিল্প সম্মেলন চলছে দেশ বিদেশের শিল্পপতিদের নিয়ে চলছে।সাধুবাদ জানাই। এরপরেই তিনি রাজ্যপালকে লেখা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের একটি চিঠি তুলে ধরে বলেন, অমিতবাবু রাজ্যপালকে জানিয়েছিলেন, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২ লক্ষ ৩২ হাজার কোটি টাকা প্রায় বিনিয়োগ প্রস্তাব এসেছে। উনি বলেছেন এরমধ্যে ৫০ ভাগ লগ্নি হয়ে গেছে। যার পরিমাণ ৬ লক্ষ ১৬ হাজার কোটি টাকা প্রায়।কর্মসংস্থান হয়েছে ২৮ লক্ষ। সুকান্তবাবু বলেন, এটা স্বপ্ন না বাস্তব?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊