আদালত অবমাননার দায়ে মুখ্যসচিবের বিরুদ্ধে রুল জারি


High Court on SSC


আদালত অবমাননার দায়ে মুখ্যসচিবের বিরুদ্ধে রুল জারি।. দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি মামলায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ও অর্থ সচিবের বিরুদ্ধে। সেই মামলায় মুখ্যসচিবের বিরুদ্ধে এই আদালত অবমাননার দায়ে রুল জারি হয়েছে।



মুখ্যসচিবের বিরুদ্ধে রুল জারি করে বলা হয়েছে, কেন আদালতের নির্দেশ মানা হয়নি, তা জানাতে হবে। আগামী ২০ মে-র মধ্যে মুখ্যসচিবের জবাব চেয়েছে আদালত।



জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পেনশন স্কিম চালু করার দাবিতে মামলা করেন পরিবহন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী সনৎ কুমার ঘোষ। সেই মামলায় বিচারপতি অরিন্দম মুখার্জি গতবছর সেপ্টেম্বর মাসে স্কিম নিয়ে কি করা যায় তা নির্ধারণ করতে মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ও অর্থ সচিবের আলোচনার নির্দেশ দেন।



অভিযোগ, সেই নির্দেশের পর ৮ মাস কেটে গেলেও কোনও পেনশন স্কিম চূড়ান্ত হয়নি, মানা হয়নি আদালতের নির্দেশ। তারপরই এদিন আদালত রুল জারি করল।