Latest News

6/recent/ticker-posts

Ad Code

Kacha badam: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে






দুর্ঘটনার কবলে পড়লেন কাঁচা-বাদামখ্যাত ভুবন বাদ্যকর।  হাসপাতালে ভর্তি হলেন 'বাদামকাকু'। আপাতত তাঁর চিকিৎসা চলছে সিউড়ি হাসপাতালে।

জানা গিয়েছে কিছুদিন আগেই তিনি একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শেখার সময়ই এই দূর্ঘটনা ঘটে যায়। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারলে গুরুতর আহত হন ভুবন বাদ্যকর। 

পরিবার সূত্রে জানা গিয়েছে " ভুবন বাদ্যকারের বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।" 


প্রসঙ্গত ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রীতিমতো সেলিব্রেটি হয়েছেন বাদাম কাকু- ভুবন বাদ্যকার। তাঁর গান খুব দ্রুত ভাইরাল হয় বিশ্বজুড়ে। শিল্পীর তকমাও জুটে গেছে তাঁর। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করে চলেছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এরই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। যা নিয়ে চিন্তায় কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকারের গুণমুগ্ধ ফ্যানেরা। 

আমাদের ভিডিও নিউজ দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code